শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

ভেষজ টিপস


সেই আদিকাল থেকেই মানুষ রোজকার দিনে ভেষজ উপায়ে নানারকম সমস্যার সমাধাণ করে এসেছে। এবং অনেকাংশেই সেটি ডাক্তারের দেওয়া অষুধের চেয়ে অনেকাংশে কাজ করে।আমাদের রোজকার দিনেই একটু সহজ করতে কিছু টিপস! যা কাজে লাগবে অনেক।

১। প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরের রক্ত কনিকা বাড়ে, ফলে ত্বক পরিস্কার হয়।

২। ছোট এলাচ, খেজুর ও আঙ্গুর একসঙ্গে পিষে মধু মিশিয়ে খেলে হাপানির কষ্ট কমে।

৩। কাচা হলুদ গরম করে গন্ধ শুকলে সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।

৪। জিভে ঘা হলে, পানির সাথে কর্পূর গুলে জিভ কয়েকদিন ধুলে জিভের ঘা ভাল হয়।

৫। ডায়াবেটিস কমাতে কাচা ঢেড়স পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খান।

৬। গায়ে খোস-পাচড়ার দাগ হলে, সেই জাযগায় মাখন প্রতিদিন মালিশ করুন।

৭। গোল-মরিচ মিহি করে বেটে নিয়ে প্রতিদিন মধু মিশিয়ে খেলে শ্বাস-কষ্টে ভাল হয়।

৮। স্মরণশক্তি বাড়াতে ২/৩ চা-চামচ থানকুনি পাতার রস, আধাকাপ দুধ ও সামান্য মধু খান। ভরা

পেটে খেতে হবে এবং বয়স অনুযায়ী মাত্রা কম-বেশী করতে হবে।

৯। কৃমি হলে পুদিনা পাতা বেটে এর সাথে মধু-লবণ মিশিয়ে খান।

১০। ঠান্ডা, অতিরিক্ত গরমে বা এলার্জি জনিত কারণে গলা বসে গেলে ১ গ্রাম কাবাব চিনি গুড়া করে

১ চা চামচ মধুর সাথে মিশিয়ে চাটনির মত দিনে কয়েকবার চুষে খান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন