রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

মেয়েরা যে আসলে কি চায় তারা নিজেও জানে ন

*মেয়ে দের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক নিরাপত্তা।

যদিও অর্থনৈতিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাও তারা মার্কেটে যায় এবং ব্যয়বহুল জামা কিনে।

যদিও তারা ব্যয়বহুল জামা কিনে তাও তারা পড়ার মতো কিছু পায় না।

যদিও তারা পড়ার মতো কিছু পায় না তবুও তারা অনেক বেশি সাজগোজ করে।

যদিও তারা অনেক বেশি সাজগোজ করে তাও তারা সন্তুষ্ট হয় না।

যদিও তারা সন্তুষ্ট হয় না তাও তারা চায় যে ছেলেরা যেনো তাদের প্রশংসা করে।

যদিও তারা চায় যে ছেলেরা যেনো তাদের প্রশংসা করে তাও তারা আবার ছেলে দের কথায় বিশ্বাস করে না।

মেয়েরা যে আসলে কি চায় তারা নিজেও জানে না।

বি দঃ :p ( সকল মেয়ের জন্য প্রযোজ্য নয় )

সূত্র:
ক্লিক ব্লগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন